আইপিএলের ২০২৪ আসর চলাকালেই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বেশ বিরোধীতা দেখা গিয়েছিল। যার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে একজন বাড়তি বোলার কিংবা ব্যাটার খেলাতে পারে দলগুলো। কিন্তু তা নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিদেশি সাবেক তারকারাও সমালোচনা করেছিলেন। এই নিয়মের সঙ্গে ওভারপ্রতি দুটি বাউন্স দেওয়ার নিয়ম নিয়েও নতুন করে ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।
এই দুটি নিয়ম আগামী আসর থেকে থাকবে কি না সেই সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিসিআই। তবে দুটি নিয়মই পর্যালোচনায় রয়েছে বলে উল্লেখ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। এই দুটি নিয়মের কোনোটিই আন্তর্জাতিক ক্রিকেটে নেই। দুটি নিয়মই প্রথমে চালু হয়েছিল ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। পরে সেটি আইপিএলে আনা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে ইম্প্যাক্ট প্লেয়ার বা দ্বাদশ ক্রিকেটার নামানোর সুযোগ নেই, এ ছাড়া টি-টোয়েন্টিতে ওভারে সর্বোচ্চ একটি বাউন্স দেওয়ার নিয়ম রয়েছে।