ছবি ফ্লপ, মন খারাপ শর্বরীর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৯:১৯

দুঃখজনকভাবে ফ্লপ করেছে শর্বরীর সিনেমা। জন আব্রাহামের মতো তারকার সঙ্গে ছবি করে এই দশা হবে, কল্পনাও করেননি বলিউডের এই উঠতি তারকা। যখন তার ওড়ার সময়, তখন মুখ থুবড়ে পড়ে যাওয়া ভবিষ্যতের জন্য অমঙ্গলকর। তবে মন খারাপ করে মুখ কালো করে রাখেননি তিনি। তার অভিনয়ের প্রশংসা করায় দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ।


গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে শর্বরী ওয়াঘ ও জন আব্রাহাম অভিনীত ছবি ‘বেদা’। এই কদিনে মাত্র ২৩ কোটি টাকা তুলতে পেরেছে ছবিটি। অথচ নির্মাতাদের কষা অংকটি ছিল এ রকম – জন আব্রাহাম, অ্যাকশন-থ্রিলার, নারীকেন্দ্রিক গল্প, ব্যস। টাকা আর টাকা। ঘটনা ঘটল উল্টো। ‘স্ত্রী-২’ ছবির সামনে মাথা তুলে দাঁড়াতেই পারল না ‘বেদা’। তবে কি এই দায় জন আব্রাহামের? সংবাদমাধ্যমকে শর্বরী জানান, অনেক যত্ন করে তারা ছবিটি বানিয়েছেন। কেন এমন ভরাডুবি হলো তা তিনি বুঝতে পারছেন না। শর্বরী বলেন, ‘“বেদা” আমার হলে মুক্তি পাওয়া তৃতীয় ছবি। কোনো ছবি কী কী কারণে ব্যবসা করতে ব্যর্থ হতে পারে, এ বিষয়ে আমার জ্ঞান সীমিত। আমি এখনও এই লাইনে একজন শিক্ষানবিশ। এখনও এসব নিয়ে শিখছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us