রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের আকাশে ২২ জন আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে তিনজন ক্রু সদস্য ও ১৯ জন যাত্রী।
শনিবার (৩১ আগস্ট) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হেলিকপ্টারটির নাম এমআই-এইট টি। এটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে ভোর ৪টার দিকে অবতরণের কথা থাকলেও হেলিকপ্টারটি অবতরণ করেনি।