রাজধানীর কদমতলীর মিনাবাগ এক নম্বর গলি এলাকায় মো. মাহবুব (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আজহার হোসেন জানান, আমরা খবর পেয়ে কদমতলী মিনাবাগ ১ নম্বর গলি এলাকায় রাস্তার ওপর শরীরের বিভিন্ন জায়গায় জখম অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।