দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে শমী কায়সারের পদত্যাগের পর গতকাল শুক্রবার ই-ক্যাব কার্যনির্বাহী পর্ষদের (ইসি) আরও ৯ সদস্য পদত্যাগ করেছেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন বরাবর গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছেন সহসভাপতি সৈয়দা আম্বারিন রেজা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, যুগ্ম সম্পাদক খন্দকার তাসফিন আলম, অর্থ সম্পাদক আসিফ আহনাফ এবং পরিচালক মো. সাইদুর রহমান, মো. ইলমুল হক, শাহরিয়ার হাসান, পরিচালক অর্নব মোস্তফা ও আব্দুল ওয়াহেদ তমাল। এর আগে ১৩ আগস্ট ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন সংগঠনের সভাপতি শমী কায়সার।
এ ব্যাপারে গতকাল মুঠোফোনে সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকার বাইরে আছি। ৯ জনের পদত্যাগের বিষয়টি আমি জানতে পেরেছি। রোববার অফিস খোলার পর এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।’ ৯ জনের পদত্যাগের পর ই-ক্যাবের ১১ সদস্যের ইসির মধ্যে এখন শুধু ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিনই দায়িত্বে রয়েছেন।