মূল্যস্ফীতি মোকাবিলায় বড় সফলতা অর্জন করেছে শ্রীলঙ্কা। একসময় মূল্যস্ফীতিতে জেরবার এই দেশে মূল্যস্ফীতির হার আগস্ট মাসে শূন্য দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।
এএফপির সংবাদে বলা হয়েছে, আগের বছরের অর্থাৎ ২০২৩ সালের আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল ৪ শতাংশ; চলতি বছরের জুলাই মাসে যা ছিল ২ দশমিক ৪ শতাংশ। সেখান থেকে একধাপে তা ১ শতাংশের নিচে নেমে এসেছে। শ্রীলঙ্কার পরিসংখ্যান মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে।
খাদ্য থেকে শুরু করে খাদ্যবহির্ভূত পণ্য—সবকিছুর দাম আগস্ট মাসে কমেছে। সংবাদে আরও বলা হয়েছে, গত জুলাই মাসে শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২২ দশমিক ৫ শতাংশ কমেছে। সেই সঙ্গে পানি, জ্বালানি ও রান্নার গ্যাসের দাম কমেছে। মূলত এসব কারণে আগস্ট মাসে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এতটা কমেছে।