নারী ও পুরুষ সবার জন্যই চুল পড়া একটি দুশ্চিন্তার কারণ। ছেলেদের চুল পড়লে টাক হয়ে যায়। এ ধরনের সমস্যার সম্মুখীন হন অনেকেই। কিছু নিয়ম মেনে চললে ধীরে ধীরে পাওয়া যাবে সুফল। তা হলে জেনে নিন চুল পড়া রোধে কী কী করণীয়।
ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই সমৃদ্ধ নারিকেল তেল মাথার ত্বকে পুষ্টি জোগাতে এবং চুলকে মজবুত করতে সাহায্য করে। অল্প পরিমাণে নারিকেল তেল গরম করুন এবং মাথার ত্বকে ম্যাসাজ করুন। এক ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। আর চুলের দ্রুত বৃদ্ধি জন্য রোজমেরি তেল নারিকেল বা জোজোবা তেলের মতো ক্যারিয়ার তেলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে দুবার মাথার ত্বকে ম্যাসাজ করুন।
এ ছাড়া চুল পড়া বন্ধ করতে সাহায্য করতে পারে পুদিনার তেল। এই তেল মাথার ত্বকে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে। অ্যালোভেরা তার প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি খুশকি কমাতে ও চুলের ফলিকলকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। সপ্তাহে কয়েকবার অ্যালোভেরা জেল ৩০ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখুন।