ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন তিনি।
গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে কয়েকটি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছে। বিশেষ করে যে ব্যাংকগুলোতে এস আলম গ্রুপের সংখ্যাগরিষ্ঠ শেয়ার ছিল।
এর আগে, গত ১৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান এই বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন আবদুর রউফ তালুকদার।