বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনে গ্যাস রপ্তানির করা হতো বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চলছে, তাকে গুজব বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সেখানে বলা হয়, ভারতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বা কখনোই প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়নি। ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাসলাইন বন্ধের দাবি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই প্রচার করছেন যে ভারতে প্রাকৃতিক গ্যাস পাইপালাইনের মাধ্যমে রপ্তানি করা হতো। এ নিয়ে ভিডিও প্রচার করেন কেউ কেউ। এর পরিপ্রেক্ষিতে আজ ব্যাখ্যা দিল মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত ২৫ আগস্ট হতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বলা হচ্ছে যে পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাসলাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও-ও প্রচার করা হয়েছে।’