কাজ হারানোর ভয়ে নারীরা কিছু বলতে চান না

আজকের পত্রিকা প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ১৩:১৮

কলকাতার আর জি কর-কাণ্ডের সুরাহা না হতেই যৌন হেনস্তার অভিযোগে টলিউডের নায়িকারা মুখ খুলছেন একে একে। মালয়ালম ইন্ডাস্ট্রিতেও নারী অভিনেত্রীদের সঙ্গে ঘটে যাওয়া নানা ভয়ংকর ঘটনা, এমনকি তাঁদের সঙ্গে হওয়া যৌন হেনস্তার ঘটনাও প্রকাশ্যে আসছে। মালয়ালম ইন্ডাস্ট্রি ঘিরে যখন টালিপাড়ার চোখ টান টান, তখনই টালিউডের ঋতাভরী চক্রবর্তী জানালেন নিজের অভিজ্ঞতার কথা।


ভারতীয় গণমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, ‘একজন খুব নামকরা নায়ক বলেছিলেন, আমার একটি বিকিনি পরা ছবি দেখে কোনো এক প্রযোজক দেখা করতে চান। শুনেই না করে দিই। হিরো বলেছিলেন, এত বড় সুযোগ ফিরিয়ে দিচ্ছিস? তোর কিছুই হবে না, কবিতা লেখ। আরেকবার এক প্রযোজকের সঙ্গে মিটিংয়ে গিয়েছিলাম। গোটা মিটিংয়েই তিনি আমাকে নানা ধরনের ইঙ্গিত দেন। হঠাৎ অনুমতি ছাড়া হাতটা ধরে ফেলেন। আমি চেঁচিয়ে উঠি। সেদিন আমি বুকের ভেতর ভয় নিয়ে বাড়ি পৌঁছাই। অনেকেই ভাবছেন, নামগুলো কেন বলছি না। আসলে চাই না, বিষয়টা ব্লেমগেম হয়ে থেকে যাক। আমার কাছে নাম, প্রমাণ—সবই আছে। মহিলা কমিশন বা কোনো সংগঠনের কাছে যেতে চাই। তার আগেই সরকার যদি পদক্ষেপ নেয়, খুব ভালো হয়।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us