শেয়ারবাজারের লেনদেন স্বাভাবিক ধারায় ফেরাতে সর্বনিম্ন সীমা ৩ শতাংশ প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ২০২১ সালের ১৭ জুন জারি করা নির্দেশনা বহাল হবে। অর্থাৎ আজ থেকে শেয়ারদর ওঠানামার ক্ষেত্রে একই রকম নিয়ম কার্যকর হবে।
এর আগে, বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ৯১৬তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।