টিকে থাকার লড়াইয়ে সঙ্গী ডাকাত আতঙ্ক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৮:২৮

বানের পানি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়েরে খোঁজে ছুটেও নিস্তার নেই হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষজনের; পেছনে ফেলে আসা বাড়িঘর আর আসবাবের চিন্তার সঙ্গে যোগ হয়েছে চুরি-ডাকাতির আতঙ্ক।


পানিতে ডুবে থাকার মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়া নোয়াখালীর বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর বিভিন্ন এলাকার মসজিদের মাইকে আসছে সতর্কবার্তা। এতে বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে থেকে যাচ্ছেন ঘরে।


উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দারা বলেন, প্রতি রাতেই কোনো না কোনো এলাকায় নৌকাযোগে ঢুকে চুরি-ডাকাতির খবর পাওয়া যাচ্ছে।



বন্যার্তদের পাশে দাঁড়াতে যখন দেশের অন্যপ্রান্তের মানুষও ছুটে আসছে, তখন ‘নিজেদের এলাকার’ লোকদের এমন কর্মকাণ্ড আফসোস বাড়িয়েছে বানভাসি মানুষের। তাদের ভাষ্য, ”এলাকার কিছু মানুষই এসব করছে।”


বুধবার দুপুরে কথা হয় পূর্ব একলাশপুরের শাহাবুদ্দিন মিয়ার সঙ্গে। ষাটোর্ধ এই ব্যক্তি বলেন, "আল্লার গজব হড়ুক ইতানের উফরে, মানুষ এমনে বিপদের শেষ নাই। আর প্রতি রাইতে চুরি-ডাকাতির চিন্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us