পাটের স্বর্ণযুগ ফেরাতে সোনালী ব্যাগ ‘অবদান রাখবে’ বলে আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
সোনালী ব্যাগের উদ্ভাবক মোবারক আহমদ খান বুধবার সচিবালায়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, "সোনালী ব্যাগ পরিবেশবান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।"