বাবার সঙ্গে জাদুঘরে ঘুরতে গিয়েছিল চার বয়র বয়সী এক বালক। আর সেখানে গিয়ে দুর্ঘটনাক্রমে বিরল এক নিদর্শন ভেঙে ফেলল সে। ওই নিদর্শনটি হচ্ছে এমন একটি জার বা বয়াম যা সাড়ে ৩ হাজার বছরের পুরোনো।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইসরায়েলের হাইফার হেচট মিউজিয়ামে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক জাদুঘরে ঘুরতে গিয়ে ৩৫০০ বছরের পুরোনো একটি বয়াম দুর্ঘটনাক্রমে ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে চার বছর বয়সী এক ছেলে।