‘টাকা পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না।’
কে বলেছেন এ কথা? বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর স্বয়ং ড. আহসান এইচ মনসুর (১৫ আগস্ট, ২০২৪)। একদম উচিত কথা। টাকা পাচারকারীরা বড় বড় রাঘববোয়াল। তাঁরা আবার বড় বড় ঋণ গ্রহীতা এবং অনেকে ঋণখেলাপি। যাঁরা সরাসরিভাবে ঋণখেলাপি নন, তাঁরা তাঁদের ঋণকে পুনঃ কাঠামো (রিস্ট্রাকচার) করিয়ে রেখেছেন। এমনতর বড় বড় অর্থ পাচারকারী ও ঋণখেলাপিকে ঘুমাতে দেওয়া হবে না বললে খুবই কম বলা হয়। শুধু তাঁদের ঘুম হারাম করা নয়, দেশবাসী তাঁদের কঠোর শাস্তি চায়। তাঁদের ছেলেমেয়েরা যাতে ওই সম্পত্তি ভোগ করতে না পারে, তা-ও চায়।
এখানেই শেষ নয় তালিকা। দেশবাসী চায় আরও কয়েকটি জিনিস। প্রথমত চায় বকেয়া, মেয়াদোত্তীর্ণ টাকা উদ্ধার হোক। যেসব টাকা, ঋণের টাকা তাঁরা মাফ করিয়ে নিয়েছেন তা-ও উদ্ধার করা হোক। এটাও দেশবাসী চায়। তবে অবশ্যই আরও দুটো জিনিস চায়। তাঁরা বড় বড় শিল্প কারখানার মালিক। ওই সব কারখানা-শিল্প বন্ধ না হোক, তা-ও দেশবাসীর কামনা। ওই সব কারখানায় হাজার হাজার কর্মচারী-কর্মকর্তা চাকরি করেন। তাঁদের ঘর-সংসার চলে ওখানকার বেতন-ভাতা থেকে। একটি লোকেরও যাতে চাকরি না যায় তার নিশ্চয়তাও তারা চায়। সরকার ওই সব কারখানা-শিল্প থেকে যে রাজস্ব পায়, ওখান থেকে যে আমদানি-রপ্তানি হয়, যে ভ্যাট আদায় হয়, তা অব্যাহত থাকুক, এটাও দেশবাসীর চাওয়া।
এসব বলছি এ কারণে যে ঋণ জালিয়াত, ঋণখেলাপিদের শাস্তি দিতে গিয়ে, জেলে পাঠিয়ে অতীতে খুব বেশি ফল পাওয়া যায়নি। ‘হল-মার্ক মামলা’ এর উদাহরণ। মামলার ১২ বছর পর ১১টির মধ্যে মাত্র ১টি মামলার রায় হয়েছে। প্রায় ৪ হাজার কোটি টাকা পাওনার মধ্যে আদায় হয়েছে মাত্র ৪০০ কোটি টাকার মতো। মালিকদের শাস্তি হয়েছে, তাঁরা জেলে আছেন। কিন্তু যে সম্পদ আছে ওই কারখানার তার প্রকৃত অবস্থা কী, সে কথা কেউ জানে না। সম্পদ কি ‘কাজির গরু কেতাবে আছে’র মতো কি না, তা-ও কেউ জানে না। বলা হচ্ছে সম্পত্তি বিক্রি করে টাকা উদ্ধার করা হবে। মর্টগেজ ওই সম্পত্তির কোনো দরদাতা পাওয়া যাবে কি না, তা-ও কেউ জানে না। আবার সিদ্ধান্ত মোতাবেক ‘ইকোনমিক পার্ক’ করে ওই টাকা উদ্ধার করার সম্ভাবনাও ক্ষীণ। এ ছাড়া রয়েছে আরও অনেক উদাহরণ।
দেখা যাচ্ছে, জালিয়াত, ঋণখেলাপির বিচার হয়েছে কিন্তু হাজার হাজার লোকের চাকরি গেছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়েছে। আবার দুই নম্বরি করে যাঁরা ব্যাংকের ঋণ নিয়েছিলেন, পরে সাইফুর রহমান ধরেছিলেন তাঁদের অভিজ্ঞতা ভিন্নতর। ওই সব জালিয়াতির কোনো ক্রিমিনাল বিচার হয়নি। তাঁরা দিব্যি বাইরে দাপটের সঙ্গে ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ওই টাকা আদায়ে ২০ বছরের বেশি সময় দেওয়া হয়। কোনো সুদ নেই। শুধু আসল টাকা আদায়। বিনা বিচারে টাকা আদায়। অবশ্য তাঁদের ব্যবসা-বাণিজ্য চালু ছিল। এ ধরনের, বিচিত্র ধরনের উদাহরণ আছে। এই প্রেক্ষাপটে গভর্নর সাহেব যখন বলেন, ঘুমাতে দেবেন না, তখন নানা প্রশ্ন জাগে। কারণ ইচ্ছাকৃত ঋণখেলাপি, ঋণ জালিয়াতদের ঘুম হারাম করে আমাদের লাভ কী? আমরা চাই ঋণের টাকা উদ্ধার হোক, আমরা চাই তাঁদের কঠোর শাস্তি হোক, আমরা চাই মিল-ফ্যাক্টরি চালু থাকুক। লোকের কর্মসংস্থান ঠিক থাকুক। সরকারের রাজস্ব অব্যাহত থাকুক। কঠিন কাজ। তাই নয় কি?
সত্যি সত্যি কঠিন কাজ। আবেগ ও বাস্তবতার মুখোমুখি বর্তমান গভর্নর। শুধু গভর্নর নন, বর্তমান অন্তর্বর্তী সরকারে চারজন অর্থনীতিবিদ বিশ্বসেরা। তাঁরা গত ১০-১৫ বছর ধরে সরকারকে নানা পরামর্শ দিয়েছেন, কী করতে হবে বলেছেন। গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। প্রবন্ধ লিখেছেন। অতএব তাঁদের বাইরে থেকে পরামর্শ দেওয়ার ধৃষ্টতা দেখানো আমার উচিত নয়। তাঁদের চারজনের সম্মিলিত মেধা জাতির জন্য উপহার হতে পারে। সবাই আশা করছেন তাঁরা সব জটিল সমস্যার সমাধান বের করতে পারবেন।
অবশ্য ঋণখেলাপিদের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারই তাঁদের একমাত্র কাজ নয়। অর্থনীতির ‘ছ্যাড়াব্যাড়া’ অবস্থার মেরামতও তাঁদের করতে হবে। মূল্যস্ফীতি রোধ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষা, রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখা, রপ্তানি-আমদানি ব্যবসা ঠিক রাখা, পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা, চুরিচামারি-দুর্নীতির বিচার করা, সর্বোপরি এই মুহূর্তে ব্যবসা-বাণিজ্য চালু রাখা আশু কর্তব্য।
এরই মধ্যে আবার এক নতুন সমস্যা যোগ হয়েছে গত সপ্তাহে। ভয়াবহ বন্যায় দেশের কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছে। তাদের ঘরবাড়ি, জিনিসপত্র ভেসে গেছে। অনেকের খাবার নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। গরু-বাছুর, হাঁস-মুরগির ক্ষতি হয়েছে। প্রাণহানি হয়েছে। আর? আর ক্ষতি হয়েছে খেতের ফসলের, আমন ধানের। আমন অন্যতম প্রধান ফসল।