উচ্চতা শুনলে অবাক হতে হয়। সাত ফুট এক ইঞ্চি। শৈশব থেকেই উচ্চতা নিয়ে নানা কথা শুনতে হতো। গরিব পরিবার বলে সব হজমও করতেন। তিনি একসময় ভারতের রেসলিংকে সামনে নিয়ে গেছেন। পরবর্তী সময়ে নাম লিখিয়েছেন অভিনয়ে। তাঁকে একসময় দিন চুক্তিতে কাজ করে অর্থ আয় করতে হতো। এই অভিনেতার নাম দিলীপ সিং রানা। তিনি ‘দ্য গ্রেট খালি’ নামেও পরিচিতি। আজ এই অভিনেতার জন্মদিন। জেনে নিতে পারেন জানা–অজানা কথাগুলো—v
ভালো একটি ভবিষ্যতের জন্য তিনি একসময় চলে আসেন শিমলায়। সেখানে সিকিউরিটি গার্ডের কাজ নেন। এই কাজ থেকেই চোখে পড়েন পাঞ্জাব পুলিশ বিভাগের।ছবি: ফেসবুক