সরকারের কাছে ২ হাজার কোটি টাকা ঋণ চায় বিজিএমইএ

যুগান্তর প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১৬:৫৫

ছাত্র-জনতার আন্দোলনের কারণে ১৫ দিনেরও বেশি সময় উৎপাদন ব্যাহত ও পণ্যের শিপমেন্ট বাধাগ্রস্ত হওয়াতে অর্থ সংকটে পরেছে অনেক শিল্প প্রতিষ্ঠান। তাই এ সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের কাছে ২ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।


মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ দাবি জানান।


রফিকুল ইসলাম বলেন, আমাদের কারখানায় অনেকদিন উৎপাদন করা যায়নি। পরবর্তী মাসে আমাদের সংকট দেখা দিতে পারে। আমরা উপদেষ্টার কাছে সহজ ঋণের অনুরোধ করেছি। যেটা আমরা ১ বছরের মধ্যে ফিরিয়ে দেবো। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আমরাও আশাবাদী এই সরকারের সঙ্গে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us