নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। হারমাতপ্রিত কাউরের নেতৃত্বে এই বিশ্বকাপ খেলবে ভারতের মেয়েরা।
রাজনৈতিক অস্থিরতার কারণে নারী বিশ্বকাপ ২০২৪ আসরটি বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর তারিখ পরিবর্তন করেনি আইসিসি। যে কারণে আগের ফিকশ্চার অনুসারে ৩ অক্টোবর থেকেই খেলা শুরু হবে। খেলা আমিরাতে হলেও এই বিশ্বকাপের আনুষ্ঠানিক ভেন্যু হিসেবে থাকবে বাংলাদেশের নামই।