কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। বাড়তি ব্যবহার সামাল দিতে প্রয়োজন বাড়তি ক্লাউড ডাটা সেন্টার। আর ডাটা সেন্টার যত বেশি হবে পানির ব্যবহার ততই বাড়বে। কারণ বিরতিহীন ডাটা সেন্টার পরিচালনায় যেসব কম্পিউটিং উপকরণ ব্যবহার হয় সেগুলো শীতল করতে প্রয়োজন পানি। ২০১৯-২৩ সাল পর্যন্ত ডাটা সেন্টারে পানির ব্যবহার বেড়েছে ৬৭ শতাংশ। খবর টেকক্রাঞ্চ।
ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস অনুসারে, বিশ্বের অধিকাংশ ডাটা সেন্টার অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। সেখানে ২০১৯-২৩ সাল পর্যন্ত পানির ব্যবহার ১১৩ কোটি গ্যালন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ কোটি গ্যালনে।