২ কোটি ১২ লাখ পাউন্ডের বিনিময়ে হোয়াও ক্যানসেলোকে সৌদি আরবে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৪ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে পর্তুগালের এই ডিফেন্ডারকে কিনে নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে প্রো লিগের ক্লাব আল হিলাল।
কেন ক্যানসেলোকে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানসিটি, সে বিষয়ে কোনো ব্যক্তিগত সমস্যা বা পারফরম্যান্সের কথা জানায়নি ক্লাবটি। যদিও সৌদিতে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই পর্তুগিজ তারকা।