১৫ টাকা দিয়ে কেনা এক ভালোবাসা

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ১৬:৫২

দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে আপনার হাতে যদি কেবল ১৫ টাকা থাকে, তা দিয়ে আপনি কী করবেন? কাউকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দেবেন কি? প্যাকেটটা পেয়ে তিনি কি আনন্দিত হবেন? আদতে মাত্র ১৫ টাকায় আনন্দ ‘কেনা’ একটু মুশকিলই বটে। যাক সে কথা। আমি কীভাবে ১৫ টাকায় অপরিসীম আনন্দ আর অবাক ভালোবাসা ‘কিনেছিলাম’, সেই গল্প বলি।


পেশাগত প্রয়োজনে প্রায় রোজ সকালে সেখানে যেতাম আমি। দু-তিনটি কুকুর দেখতাম পথের ধারে। তাদের টুকটাক খাবার দিতাম। এমনই একসময়ে তার সঙ্গে দেখা। দেখে বোঝা যায়, সে–ও ক্ষুধার্ত। আমার কুকুরদের সঙ্গে সে–ও খেতে চায়। তার গায়ের রং সাদা। কিছু লালচে ছোপ আছে মাথায়, গায়ে। ওই জায়গার অন্য কুকুরগুলোর চেয়ে দেখতে আলাদা সে। সামান্য খাবার দিলাম তাকে। বুঝতে পারলাম, তাতে তার পেট ভরল না। বাকি খাবারটা অন্যদের দিতে যেতেই সে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হলো। না না, আমার দিকে তেড়ে আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us