ছাত্ররা জাতীয়করণের দাবিতে অবস্থান নিয়ে থাকা আনসার সদস্যদের ‘মোকাবিলা’ না করলে সচিবালয়ে ‘ভয়াবহ পরিস্থিতি’ হতে পারত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “আপনারা তাদের (আনসারদের) যুদ্ধাংদেহী মনোভাব দেখেছেন। তাদের দাবি ছিল এক্ষুণি রাত ১০টার সময় প্রজ্ঞাপন করে তাদের জাতীয়করণ করতে হবে।
“তারা (আনসার) এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি করেছিল গণ্ডগোল করার জন্য, সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়ত আরও অনেকে যোগ দিত। ভয়াবহ পরিস্থিতি হতে পারত।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, “যে জাগ্রত ছাত্রসমাজ স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকায় এই পুরো পরিস্থিতিটা মোকাবেলা করেছে।”