ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে পাঁচজনের একটা দল ত্রাণের জন্য মহিপাল শহরে বসে ছিল। ত্রাণবাহী ট্রাক এলে তারা হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু তিন ঘণ্টা চেষ্টা করেও লাভ হয়নি। কোনো ট্রাকই থামেনি।
গতকাল রোববার বেলা তিনটার দিকে ওই দলের সদস্যদের সঙ্গে দেখা হয় মহিপাল শহরের ট্রাংক রোডে। তাঁদের একজন আবদুল আল আজাদ প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামে পানি অনেক বেশি ছিল। আশ্রয়কেন্দ্র থেকে কেউ বের হতে পারেননি। ত্রাণ নিয়েও কেউ যায়নি সেখানে। গতকাল পানি কমে যাওয়ার পর খাবার খুঁজতে তাঁরা বের হন।
আরেক সদস্য সিফাত হোসেন কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ট্রাক থেকে এত খুঁজলাম, কেউ কিছু দিল না। স্বেচ্ছাসেবকদের গ্রামে নিয়ে যেতে চাইলাম, তা–ও গেল না। ওদিকে মানুষ মুড়ি, পানিও পাচ্ছে না।’
ফেনীতে বন্যা ভয়াবহ আকার ধারণ করার তিন দিন পর গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকায় পানি কিছুটা কমা শুরু করেছে। এতে প্রত্যন্ত গ্রাম থেকে দুর্গত মানুষেরা বেরিয়ে আসতে শুরু করেন।