অন্যদের মতামত জানতে পোল–সুবিধা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। এতে জনমত জানার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে মতামত নিতে পারে। যার ফলে গ্রাহকদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায়। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ব্যবহারকারীদের মতামত জানতে এটি বেশ কার্যকরী সুবিধা। ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও লিংকড–ইনে পোল তৈরির করার সুযোগ রয়েছে। দেখে নেওয়া যাক কোন মাধ্যমে কীভাবে পোল তৈরি করা যায়।
লিংকড-ইনে পোল তৈরি
অ্যান্ড্রয়েডচালিত যন্ত্র লিংকড-ইন অ্যাপ চালু করে নিচের দিকে মাঝখানে থাকা পোস্ট অপশন সিলেক্ট করতে হবে। এরপর নিচে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। পরের পেজে পোল অপশন দেখা যাবে। সেটি ট্যাপ করে প্রশ্ন, উত্তরের অপশন এবং পোলের স্থায়িত্ব সিলেক্ট করতে হবে। ডান বাটনে প্রেস করে পোলটি শেয়ার করা যাবে।