নিজের চেনা সুর-সংগীতের বাইরের গান শোনার দিন আজ

প্রথম আলো প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১৩:৫৬

সংগীতপ্রেমী অনেক মানুষ রক, মেটাল বা পপ ধারার কোনো গান শুনলে কানে আঙুল দিতে চান। গান-বাজনার বারোটা বেজেছে, সর্বনাশ হয়েছে শুদ্ধসংগীতের, অপসংস্কৃতিতে ভরে গেছে সংগীতাঙ্গন—কণ্ঠে ঝরে পড়ে এমন সব আফসোসবাক্য। এটি হয় মূলত নতুনকে গ্রহণ করতে না পারার কারণেই। নিজের চেনা বলয়ের বাইরেও যে জগৎ আছে, শব্দ আছে, সুর আছে তা তাঁরা মানতে চান না। 


লালন, হাসন, রবীন্দ্র, নজরুল, হেমন্ত, মান্না, ঠুমরি, খেয়াল, গজল, কাওয়ালি, টপ্পা, শ্যামা, ব্লুজ, জ্যাজ—তবলা, হারমোনিয়াম কিংবা গিটারের ঝংকারে কতজন কতভাবে যে তুলে এনেছেন চেনা চারপাশ, অচেনা অনুভূতি, ব্যক্তিগত দহন, আনন্দ, প্রশংসা, প্রতিবাদ; তার ইয়ত্তা নেই। ফলে কোনো গান বা সুর নিজের কানে বেমানান মনে হলেই শ্রবণযোগ্য নয়, এমন রায় দেওয়ার সুযোগ নেই। গ্রহণ করার মতো উদার হৃদয় থাকলে অদ্ভুত গানেও খুঁজে পেতে পাওয়া যেতে পারে আনন্দ। বদলে যাতে পারে চিন্তার গতিপথ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us