বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত অনেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির বেডে শুয়ে-বসে দিন কাটছে আহতদের।
তবে প্রিয় সন্তানদের এমন পরিণতিতে স্বজনদের মধ্যে ক্ষোভ-হতশা না থাকলেও তাদের মুখে বিজয়ের গল্প। স্বজনরা বলছেন, সন্তানরা বীরের মতো কাজ করছে। তাদের জন্য তেমন চাওয়া-পাওয়া নেই। সন্তানের সুস্থতাই এখন তাদের এক মাত্র চাওয়া। সম্প্রতি সন্ধ্যায় হাসপাতালটিতে গিয়ে কয়েকজন আহত ও তাদের স্বজনদের সঙ্গে কথা হয়।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বর্তমানে হাসপাতালটিতে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রামেকের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ৪ জন করে। হাসপাতালটির পক্ষ থেকে ওষুধ থেকে শুরু করে সবধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তুষ্ট আহতদের স্বজনরাও।