সালমানের পেটে এখনও রয়ে গেছে গুলি, দুশ্চিন্তায় বাবা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১২:৩৮

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধসহ বিভিন্নভাবে আহত অনেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালটির বেডে শুয়ে-বসে দিন কাটছে আহতদের।


তবে প্রিয় সন্তানদের এমন পরিণতিতে স্বজনদের মধ্যে ক্ষোভ-হতশা না থাকলেও তাদের মুখে বিজয়ের গল্প। স্বজনরা বলছেন, সন্তানরা বীরের মতো কাজ করছে। তাদের জন্য তেমন চাওয়া-পাওয়া নেই। সন্তানের সুস্থতাই এখন তাদের এক মাত্র চাওয়া। সম্প্রতি সন্ধ্যায় হাসপাতালটিতে গিয়ে কয়েকজন আহত ও তাদের স্বজনদের সঙ্গে কথা হয়।    



রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বর্তমানে হাসপাতালটিতে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রামেকের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ৪ জন করে। হাসপাতালটির পক্ষ থেকে ওষুধ থেকে শুরু করে সবধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তুষ্ট আহতদের স্বজনরাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us