চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এনিয়ে গত বুধবার থেকে আজ শনিবার পর্যন্ত পাঁচ জন মারা গেলেন।
চট্টগ্রামের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রাত ৩টার দিকে আমরা ফটিকছড়িতে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যুর খবর পাই।
এর আগে ফটিকছড়িতে পানিতে ডুবে দুই জন, হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন এবং রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।
এদিকে হালদা নদীর পানি বিপৎসীমার নিচে নামলেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার অনেক এলাকা এখনো পানির নিচে।
বিশেষ করে ফটিকছড়িতে ১ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দি আছে বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।