‘সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি’ স্লোগানে ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাজশাহীর মোহনপুর উপজেলার ‘বেলগাছি লাইব্রেরি ও পাঠক ক্লাবের’ কার্যক্রম। পাঠাগারটি গ্রামের মানুষের একটা আদর্শ জায়গা হয়ে উঠেছিল। বই, পত্রিকা পড়তে প্রতিদিনই এখানে আসতেন গ্রামের নানা পেশার মানুষ। তবে ৫ আগস্টের পর পাঠাগারটি আর আগের অবস্থানে নেই। দুর্বৃত্তরা পাঠাগারটি ভাঙচুর করে অধিকাংশ বই পুড়িয়ে দিয়েছে।
১৯ আগস্ট বিকেলে বেলগাছি গ্রামে গিয়ে দেখা যায়, লাইব্রেরি ভবনের এক পাশে চেয়ার পোড়ানো বর্জ্য ও অপর পাশে বই পোড়ানো ছাই পড়ে রয়েছে। কোনো জানালায় কাচ নেই। ভাঙা কাচের টুকরা নিচে পড়ে রয়েছে।