২০১৮ সালে ভারতের কেরালায় হয়েছিল ভয়াবহ বন্যা। সেই বন্যার কথা কি মনে পড়ে? ওই ঘটনার ওপর নির্মিত হয় একটি সিনেমা, যেটি আজও অনেকে ভোলেননি। ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে আজ অনেকেরই মনে পড়ে গেছে কেরালার ওই দিনগুলোর কথা।
‘২০১৮: এভরিওয়ান ইজ আ হিরো’ দেখে অঝোরে কেঁদেছিলেন কেউ। কেউ কেউ হয়ে পড়েছিলেন বাকরুদ্ধ। ২০২৩ সালের ৫ মে মুক্তি পায় দক্ষিণ ভারতীয় সিনেমাটি। নির্মাণ করেছেন জুড অ্যান্থনি জোসেফ। সিনেমায় প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের প্রতি মানুষের অপরিসীম ভালোবাসা ও দায়িত্ববোধ দেখা গেছে সিনেমায়। বাস্তবেও নিশ্চয়ই তেমনটি হয়েছিল। নির্মাণে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন নির্মাতা, সে কথা লেখার অপেক্ষা রাখে না। মুক্তির এক মাসের মধ্যে ২০০ কোটি রুপি আয় করেছিল ছবিটি। পরে সেটি ওটিটিতে মুক্তি পায়।