ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের জেলাগুলো বন্যা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এর মধ্যে রয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী। এছাড়া চট্টগ্রাম ও খাগড়াছড়িতেও বন্যা দেখা দিয়েছে। এক কথায় যদি বলি, পুরোটাই প্রাকৃতিক।
প্রাকৃতিক কারণে বন্যা বলার মূল কারণ হলো, বাংলাদেশে যে বৃষ্টি হয় এবং হচ্ছে তা কিন্তু ভারতেও হয়েছে। ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ এসব অঞ্চলে যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় ১০০ মিলিলিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। একদিন হয়ে যদি থেমে যেত তাহলেও হয়তো এ রকমটা হতো না। কিন্তু টানা দু-তিনদিন অব্যাহত থাকায় এ রকমটা হচ্ছে। পাশাপাশি ভারত থেকে পাহাড়ি ঢল নেমে এসেছে।