১. কন্ডিশনার ব্যবহার না করা
হ্যাঁ, এটা আমরা অনেকেই ভুল করি। আমাদের চুলের সুস্বাস্থ্যের জন্য তেল প্রয়োজন। শ্যাম্পু দেয়ার পর সেই তেল বেরিয়ে যায়। কন্ডিশনার মাখলে চুলে সেই তেল ফিরে আসে। প্রতিবার শ্যাম্পু দিয়ে কন্ডিশনার মাখতে ভুলবেন না।
২. ভেজা চুল ঘষে ঘষে মোছা
চুল ভেজা অবস্থায় ঘষে ঘষে পরিষ্কার করলে চুলের ক্ষতি হয়। এককথায়, চুলের সঙ্গে কোন ধরনের জোরজবরদস্তি করা যাবে না। বরং তোয়ালে দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে পানি বের করলে চুল সুস্থ থাকে।