ক্যানসারের নাম শুনলে অনেকেই আঁতকে ওঠেন। এটি একটি প্রাণঘাতী রোগ। বিশ্বের লাখ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার লড়াই করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ক্যানসার বিশ্বব্যাপী মৃত্যুর একটি প্রধান কারণ। ২০২০ সালে প্রায় ১০ মিলিয়ন মৃত্যুর জন্য দায়ী।
রিপোর্ট করা সবচেয়ে সাধারণ ক্যানসার হলো স্তন, ফুসফুস, কোলন, মলদ্বার, প্রোস্টেট, ত্বক ও পাকস্থলীর ক্যানসার। ক্যানসারের ঝুঁকি বাড়ার অন্যতম কারণ হলো, তামাক ব্যবহার, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা, বায়ুদূষণ ও অন্যান্য অসংক্রামক রোগ।