ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন।
ইউক্রেনের পাশাপাশি মোদি পোল্যান্ডেও যাবেন। কয়েক সপ্তাহ আগেই মোদি রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সে সময় রাশিয়ার প্রেসিডেন্টকে মোদির জড়িয়ে ধরার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিল ইউক্রেন।
ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্যও রাশিয়ার নিন্দা করেনি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে।