এস আলম পরিবারের সদস্যসহ ২৫ ব্যক্তি ও ৫৬ প্রতিষ্ঠানের হাতে থাকা ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চিঠির পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিএসইসির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত নির্দেশনা শেয়ার ধারণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে গতকালই বাংলাদেশ ব্যাংক থেকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে থাকা শেয়ার বিক্রি ও হস্তান্তর বন্ধে বিএসইসির চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। ওই চিঠির ভিত্তিতে গতকালই ৮১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা আরোপ করে বিএসইসি।