জুলাই গণ-অভ্যুত্থানে আমরা বহু নতুন অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি। নতুন প্রজন্ম দেশজুড়ে রংতুলিতে গ্রাফিতি আঁকছে। প্লাস্টিকের ব্যানার দিয়ে দেশটারে বিচ্ছিরিভাবে সয়লাব করেনি। জুলাইয়ের রক্তদাগ সাক্ষী রেখে আমরা এখন রাষ্ট্র রূপান্তর ও সংস্কারের পথে।
দেশকে প্লাস্টিকমুক্ত করা হবে রাষ্ট্রের এক মৌলিক সংস্কার। আমরা চাই বাংলাদেশ প্লাস্টিকমুক্ত হবে। কারণ মাটি থেকে রক্ত, মগজ থেকে বাতাস সর্বত্র মাইক্রোপ্লাস্টিক কণা ছড়িয়ে কোনোভাবেই কি একটি রাষ্ট্র সুস্থ হতে পারে? মানুষসহ সব প্রাণসত্তা এবং বাস্তুতন্ত্রের প্রাণের নিরাপত্তায় আমাদের প্লাস্টিকমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে হবে। কেবল প্লাস্টিকদূষণ বা উৎপাদন বন্ধ নয়, প্লাস্টিকের তথাকথিত সামাজিক ও সাংস্কৃতিক কর্তৃত্বকেও খারিজ করতে হবে বিকল্প অনুশীলনের ভেতর দিয়ে।