ছাত্র–জনতার আন্দোলনের পরিণতির ক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিত্য তুলনীয় হচ্ছেন ভারতে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও হাসিনার পরিণতির কথা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় বলেছেন, ‘ওরা ভেবেছে, এখানেও বাংলাদেশের মতো আন্দোলন করে সরকার ফেলা যাবে।’
একই প্রসঙ্গ প্রতিধ্বনিত হলো ভারতের কর্ণাটক রাজ্যেও। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণের ওই রাজ্যের এক কংগ্রেস নেতা বলেছেন, ‘রাজ্যপালের রাশ টানা না হলে শেখ হাসিনার মতো তাঁকেও বিদায় নিতে বাধ্য করা হবে।’