সন্তান জন্মের পরবর্তী ছয়টি মাস মা ও সন্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ছয় মাস পেরোনোর পর মা ও সন্তানের জীবনে আসে আরেক দফা পরিবর্তন। নতুন দায়িত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেন মা। গর্ভাবস্থায় মায়ের শরীরে যেসব পরিবর্তন এসেছিল, সেগুলোও আগের অবস্থায় ফিরতে থাকে। কর্মজীবী মা কাজেও ফেরেন এই সময়।
কাজে যাওয়ার আগে বুকের দুধ বোতলে রেখে যাওয়া কর্মজীবী মায়ের এক আলাদা দায়িত্ব। সন্তানকে পারিবারিক খাবারে অভ্যস্ত করে তোলার কাজটিও শুরু করতে হয়। সময়ের সঙ্গে বেড়ে উঠতে থাকা শিশু খেলবে, হাসবে, আধো বোলে ঘর মাতিয়ে তুলবে, হামাগুড়ি দিয়ে এদিক-ওদিক ঘুরে বেড়াবে। এ সময় তার পুষ্টি, সুস্থতা এবং নিরাপত্তার দিকে বাড়তি খেয়াল রাখা চাই। মা ও শিশুর জীবনের নানা ধাপের মতো এই ধাপেও তাদের দেখভালের দায়িত্ব পরিবারের বাকিদের নিতে হবে।