অ্যাপলের তৈরি ‘ম্যাকবুক’কে বিশ্বের অন্যতম সেরা ল্যাপটপগুলোর একটি বলে বিবেচনা করা হয়। তবে, সময়মতো আপডেট না করলে কোনো সেরা জিনিসই আসলে সেরা থাকে না। প্রশ্ন হলো, এই আপডেট কীভাবে করবেন?
ম্যাকবুকের ইন্টারনাল বা ভেতরে থাকা সফটওয়্যার আপডেট টুল ব্যবহার করে এটি করা যায়। এ ছাড়া, ব্যবহারকারীর পছন্দ অনুসারে এটি ‘অটো’ বা ‘ম্যানুয়াল’ উপায়ে আপডেটের জন্য সেট করতে পারেন।
ম্যাকবুক-এর অ্যাপ আপডেট করার আবার একটি ভিন্ন প্রক্রিয়া রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকরেডার। চলুন জেনে নেওয়া যাক এ প্রক্রিয়ার বিস্তারিত।