পিছিয়ে গেল দুই সিনেমার শুটিং ‘দরদ’ আসছে সেপ্টেম্বরেই

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ১২:২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে থেমে ছিল দেশের নাটক ও সিনেমার শুটিং। এখনো পুরোদমে শুরু করা যায়নি কাজ। ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এলেও থমকে আছে সিনেমার শুটিং, বন্ধ আছে নতুন সিনেমার মুক্তি। পিছিয়ে গেছে নায়ক শাকিব খানের বড় বাজেটের দুটি সিনেমার শুটিং। একটি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’, অন্য সিনেমাটির নাম ‘শের’।


পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল ও শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফের বানানো ‘প্রিয়তমা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। প্রিয়তমা দিয়েই সিনেমায় অভিষেক হয়েছিল ইধিকার। শাকিব-ইধিকা জুটির জনপ্রিয়তার রেশ ধরে এই জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন টিভি নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। নাম ‘বরবাদ’। এটি নির্মাতার প্রথম সিনেমা। শাকিবের ‘তুফান’ মুক্তির পরেই হৃদয় জানিয়েছিলেন, চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হবে বরবাদের শুটিং। এরই মধ্যে দেশে এসেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করছে। কিন্তু পশ্চিমবঙ্গ আবার আন্দোলনে টালমাটাল। তাই সব মিলিয়ে শুটিং শুরু করতে চাইছেন না নির্মাতা। এ প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। শাকিব ভাই এখন যুক্তরাষ্ট্রে আছেন। তিনি দেশে ফিরলে তাঁর সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে। তার আগে কিছুই বলা যাচ্ছে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us