দীর্ঘ ৯ বছর কারাগারে থাকার পর অবশেষে আদালত থেকে জামিন পেয়ে আজ (মঙ্গলবার) মুক্তি পাচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের জামিনের স্থগিতাদেশ তুলে নেয়। আসলাম চৌধুরীর জামিনের বিষয়টি মঙ্গলবার সকালে জাগো নিউজকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম।
তিনি বলেন, সকাল ১০টার পরই আসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাচ্ছেন।
আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম।