স্বাধীন বাংলাদেশের গর্বিত উত্তরসূরি তিনটি প্রজন্ম : জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই এবং জেনারেশন জেড। এ তিনটি প্রজন্মই স্বাধীনতার সুফল ভোগ করেছে, যদিও তাদের জন্ম ও বেড়ে ওঠার প্রেক্ষাপট ভিন্ন। ‘জেনারেশন এক্স’, যারা ১৯৬৫ থেকে ১৯৭৯ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে, তারা শিশুকাল থেকেই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলেছে।
অন্যদিকে, জেনারেশন ওয়াই ও জেনারেশন জেড পরবর্তী সময়ে জন্মগ্রহণ করে, যখন বাংলাদেশ তার স্বাধীনতা প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়গুলো পার করে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এ তিনটি প্রজন্মের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা স্পষ্ট এবং তাদের চাহিদা, আশা-আকাক্সক্ষা ও মূল্যবোধে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। দেশের সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে এ প্রজন্মগুলোর বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও আচরণ জাতির অগ্রগতির ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলেছে। এ নিবন্ধে বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত এই তিনটি প্রজন্মের বৈশিষ্ট্য ও প্রভাব নিয়ে আলোচনা করব।