কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা ভারতেও। কলকাতা হাইকোর্টের নির্দেশে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার ঘটনাটি গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত।
কলকাতায় নারী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা হাতে নিলেন ভারতের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে হবে এই মামলার শুনানি।
গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্টের দুই আইনজীবী উজ্জ্বল গৌঢ় এবং রোহিত পাণ্ডে প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখে এ বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার আর্জি করেন। সেই চিঠিতে গত ১৪ আগস্ট মধ্যরাতে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তাণ্ডবের কথা উল্লেখ করে দাবি করা হয়, প্রমাণ লোপাট করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছিল।