জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলনে রক্ত ঝরতে শুরু করে, অনেকের মতই বেদনায় মুষড়ে পড়েন তাহসিন আহমেদ আকিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার এ শিক্ষার্থী সেইসব দিনের অনুভূতি ফুটিয়ে তোলেন কার্টুনে। কোনো কোনোটি শেয়ার করেন ফেইসবুকে, প্রতিবাদ জানান ছাত্র হত্যার।
প্রকৃতি শোনা বা বলার ক্ষমতা কেড়ে নিলেও আকিব চোখে যা দেখেছেন তাই ফুটিয়ে তুলেছেন প্রতিবাদী রেখায়; শামিল হয়েছেন ‘কার্টুন বিদ্রোহ’ প্রদর্শনীতে।
ঢাকার পান্থপথের দৃক গ্যালারিতে শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৩ অগাস্ট পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখা যাচ্ছে এ আয়োজন।