প্রায় এক সপ্তাহজুড়ে সারা দেশের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন শিক্ষার্থীরা, তা-ও পুলিশের উপস্থিতি ছাড়াই! কদিনের এই অভিজ্ঞতা থেকে দেশের ট্রাফিক–ব্যবস্থার উন্নয়নে কী পরামর্শ দেবেন তাঁরা? রাজধানীর উত্তরা, মতিঝিল, ধানমন্ডি, বাড্ডা, পুরান ঢাকা, যাত্রাবাড়ী, তেজগাঁওসহ নানা জায়গায় যাঁরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, এমন প্রায় ২৫ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে লিখেছেন মো. সাইফুল্লাহ।
১. ট্রাফিক পুলিশের লোকবল বাড়ানো
এই প্রতিবেদন লিখতে গিয়ে যতজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলো, প্রত্যেকেই স্বীকার করছেন—ট্রাফিক পুলিশের কাজটা যে এত কঠিন, সেটা তাঁরা আগে উপলব্ধি করেননি। জুহি জান্নাত যেমন টানা ৪ দিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন উত্তরার ১১ নম্বর সেক্টরের চৌরাস্তা ও কামারপাড়ায়। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) যন্ত্রকৌশল বিভাগের এই শিক্ষার্থীর বক্তব্য, ‘আমরা এতজন মিলে কাজ করতে গিয়েও হিমশিম খাচ্ছি। সেখানে অল্প কয়েকজন পুলিশ মিলে কীভাবে এত দিক সামলান, ভাবতেই পারছি না।’