গাজায় যুদ্ধ বিরতি চুক্তির বিষয়ে সবশেষ আলোচনার পর এ বিষয়ে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা যুদ্ধবিরতি চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আগের চেয়ে আরও কাছাকাছি রয়েছি।
বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে এমন উদ্বেগের মধ্যেই বাইডেন বলেছেন, চুক্তি প্রক্রিয়াকে দুর্বল করতে পারে এমন কোনো পদক্ষেপ এই অঞ্চলের কারো নেওয়া উচিত নয়।