বাংলাদেশে গণ-আন্দোলন এবং রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাব শুধু দেশের অর্থনীতিতেই পড়েনি, প্রতিবেশী ভারতও এর আঁচ অনুভব করছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটো বাজার বলে স্বীকৃত কর্ণাটকের কোলার। সেখান থেকে ভারতের অন্যান্য বাজারগুলোসহ টমেটো রপ্তানি হয় বাংলাদেশ ও ইন্দোনেশিয়াও।
কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার জেরে রপ্তানিতে ধস নেমেছে। আর তাতে চরম বিপাকে পড়েছেন কোলারের টমেটো চাষিরা। ফসল বিক্রি করে লাভ হওয়া তো দূরের কথা, এখন খরচ ওঠানোই কঠিন হয়ে গেছে!
ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন–নিউজ ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, আগে প্রথম গ্রেডের এক বাক্স (১৫ কেজি) টমেটো ১ হাজার ১০০ রুপি থেকে ১ হাজার ২০০ রুপি পর্যন্ত বিক্রি হতো। কিন্তু, এখন প্রতি বাক্স টমেটো বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৮০ রুপিতে। সেখানকার স্থানীয় বাজারে দুই সপ্তাহ আগেও এক কেজি টমেটো ৪০ রুপিতে বিক্রি হতো। সেটি কমে এখন ১২ রুপিতে দাঁড়িয়েছে। পাইকারি বাজারে এক বাক্স টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ৪০০ রুপিতে।