অনেকেই বাড়িতে ওয়াশিং মেশিন ব্যবহার করেন। ঘরের অনেক বড় একটি কাজ কাপড় ধোয়ার ঝামেলা অনেক সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন। কোনো পরিশ্রম ছাড়াই এতে জামাকাপড় ঝকঝকে হয় এবং সময়ও অনেকটা বাঁচে।
প্রতিটি ইলেকট্রনিক জিনিসের মতো ওয়াশিং মেশিনেরও নিয়মিত যত্ন প্রয়োজন। নাহলে ওয়াশিং মেশিনে কাপড় ঠিকভাবে পরিষ্কার হয় না, কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়, এমনকি মেশিনও নষ্ট হয় দ্রুত। জানেন কি, আপনার কয়েকটি ভুলেই ওয়াশিং মেশিনে ধোয়া কাপড় দ্রুত নষ্ট হয়। সেই সঙ্গে আপনার ওয়াশিং মেশিনও ঠিক থাকবে-