ভিএআর নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে রেফারিদের নিজের সিদ্ধান্তে উপর নির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ফিফার সাবেক রেফারি মার্ক ক্লাটেনবার্গ। নিজেরা যে সিদ্ধান্ত নেন সেটিতেই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসিকে ক্লাটেনবার্গ বলেন, ‘রেফারিদের দায়িত্ব আছে। এই সপ্তাহ থেকে শুরু করে মাঠে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। সেগুলোতে তারা ভিএআরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হব্নে না। তারপর ভিএআর অনেকগুলো ম্যাচেই কাজ করবে। যেমনটা আমরা গত মৌসুম দেখেছি। ব্যাপারটি একবার বা দুইবার ঘটেনি (অর্থাৎ রেফারিদের বহুবারই ভিএআর দেখে সিদ্ধান্ত নিতে দেখা গেছে)।’