‘তখন পরিচালকেরা মনে করতেন, পুলিশ হওয়ার জন্যই জন্ম হয়েছে আমার। আমি সত্যি সত্যি গাড়িতে পুলিশের ইউনিফর্ম নিয়ে ঘুরতাম। কারণ, পরিচালকেরা দেখা হলেই ডাকতেন, ‘বেটা, চলে এসো, একটা পুলিশ চরিত্র আছে, করে যাও।’ আপনি যদি নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার নিয়মিত দর্শক হয়ে থাকেন, তবে উক্তিটি কার, সেটা আন্দাজ করার কথা। হ্যাঁ, কথাগুলো অক্ষয় কুমারের। ২০১৭ সালের সেরা অভিনেতাদের নিয়ে একটি গোলটেবিল করেন চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দ।
সেখানেই কথাগুলো বলেন অক্ষয়। এ কথা কারোরই অজানা নয় নব্বইয়ের শুরুর দিকে প্রায় সব ছবিতেই তৃতীয় বা চতুর্থ প্রধান একটি চরিত্র থাকে, যেটি অবধারিতভাবেই হয় পুলিশ। আর সেই চরিত্রে ‘অপ্রতিদ্বন্দ্বী’ অক্ষয় কুমার। অভিনেতা নিজেই স্বীকার করেছেন তিনি তখন অভিনয় করতেন টাকার জন্য। অনেক পরে যখন মনে হয়েছে, যথেষ্ট পয়সা হয়েছে; তখনই অন্য ধরনের সিনেমা করা শুরু করেন। এরপর টানা সাফল্যও দেখেছেন তিনি। তবে কয়েক বছর ধরে মুদ্রার উল্টো পিঠও দেখছেন তিনি—তাঁর অভিনীত সিনেমাগুলো একের পর এক ব্যর্থ হচ্ছে। কিন্তু কেন এই ব্যর্থতা? জেনে নেওয়া যাক সম্ভাব্য পাঁচ কারণ।