ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একমাত্র গেটলক সার্ভিস হিসেবে চলাচল করত এনা পরিবহনের বাস। মালিকপক্ষের ক্ষমতার দাপটে অন্য কোনো পরিবহন এ মহাসড়কে জায়গা করতে পারেনি। এনা পরিবহনের মালিকের নাম খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এনা বাস চলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
পরিবহনমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এনার মালিক খন্দকার এনায়েত উল্লাহ আওয়ামী লীগ সরকারের সময় পরিবহন খাতে ব্যাপক প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ। এনা বাসের শ্রমিকেরা সড়কে চলাচলকারী অন্য বাসের শ্রমিকদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন। সরকারের পতনের পর থেকেই ময়মনসিংহসহ সারা দেশে এনা পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।